চল না পাখী হয়ে,
যাই উড়ে সীমানা পেড়িয়ে,
ফিরি আকাশের নীল সাথে নিয়ে।
আমার মত কভু কি তোমার ইচ্ছে করে,
বানাতে স্বপ্নের বাড়ি সমুদ্র তীরে
?
চল না হাতে হাত রেখে হাঁটি,
খালি পায়ে লাগুক শীতল মাটি,
গাঁথবো মালা তোমার জন্যে লাল গোলাপ দিয়ে।
আমার হৃদয় জুড়ে তোমার বসবাস,
আমার আছো তুমি ফুলের যেমন আছে সুবাস,
তোমার প্রেমে বিদ্রোহী হতেও রাজী,
এ জীবন তোমার শুধু, তোমার তরে ধরতে পারি বাজি,
থাকবে আমার তুমি যতদিন পদ্মা, মেঘনা যাবে বয়ে।