ধোঁকা

বাটপারের মত,


প্রতিনিয়ত,


দেয় ধোঁকা,


বানিয়ে বোকা।


 

কাঁচের মত ভাঙ্গে মন,


পর যারা, যারা স্বজন,


তবুও অভিশাপের আগুনে,


পোড়াতে চায় না মন বিচিত্র কারণে।


 

ধোঁকা দিয়ে ওরা পায় বেশ মজা,


আমি সাধুর মত হাসি, যেন এক রাজ্যহীন রাজা! 

View kingofwords's Full Portfolio