কেঁদে কোনও লাভ নেই আর,
হয়েছে যা ছিল হবার,
সম্পর্কের জাল গেছে ছিঁড়ে,
তুমি আর নেই আমার।
যে প্রেম ছিল স্বর্গ,
হয়ে গেছে ধ্বংসের দুর্গ,
মনের ক্ষত বল শুকাবে কি করে?
নেই আমার আর কিছুই চাওয়ার।
হৃদয়ের রাজ্যে ছিলে শুধু তুমি,
বনলতা সেন আমার, হীরার চেয়েও দামী,
সুখ গেল পালিয়ে ব্যথা শুধু রইলো পড়ে,
যোগ্য নও তুমি আমার ক্ষমার।