হে নিন্দুক, আপনি যেখানেই থাকেন না কেন,
আপনাকে দেবার জন্য,
একটি অতি পরিচিত, সস্তা আবার মূল্যবান শব্দ,
রয়েছে মনের গহীনে আবদ্ধ।
ব্যাংকের মত সুদ নেব না কোনও ভারি,
আপনাকে ‘ধন্যবাদ’ দিলাম একদম ফ্রি!
আপনি আমার নাম দিয়েছেন ছড়িয়ে,
হায়েনার মত লোভী যেমন ফলে দেয় ফরমালিন ছিটিয়ে।
আপনার নাম আমি অনেক শুনেছি,
সাক্ষাত হলে কভু বলব কথা কিছু, সিদ্ধান্ত নিয়েছি!