কিছু মধুর স্মৃতি

সেই ছোটবেলায় যাযাবরদের মত,


মাইলের পর মাইল হেঁটে যেতাম,


 ছিলাম ডাকটিকিট সংগ্রহের নেশায় মত্ত,

 

কখনো কাঁধে বন্দুক নিয়ে শিকারে বের হতাম।


 

বয়েছিল মনে মঞ্চে অভিনয়ের হাওয়া,  


গাইতাম গান, করতাম আবৃত্তি,


ঘুড়ি ওড়ানো, মার্বেল খেলে বাসায় ফিরে আম্মুর বকা খাওয়া,


বরশীতে ধরতাম মাছ, রোবটের মত দাঁড়িয়ে দেখতাম বৃষ্টি।


 

দুপুরে দলবল নিয়ে ব্যাঙের মত লাফাতাম পুকুরে,


বুঝতেই পারতাম না সময় এত দ্রুত পার হত কি করে?

 

 

View kingofwords's Full Portfolio