যাচ্ছিলাম সিলেট থেকে চট্টগ্রাম,
ঘুমের রাজ্য থেকে জেগে উঠে দেখলাম,
উস্কুখুস্কু চুলে ফুলের মত নিস্পাপ মুখের এক শিশু,
মেঝেতে খুঁজছিল কিছু।
আমি জিজ্ঞেস করতেই,
বিদ্যুতের বেগে মিলল জবাব সাথে সাথেই,
বলল খালি বোতলের করছে সে খোঁজ,
করে এ কাজ সে রোজ রোজ।
মনে মনে ভাবলাম আমি,
খালি বোতল তার কাছে স্বর্ণের মতই দামী!