গরীব কিংবা ধনী,
সময় দেয়না ছাড় কাউকেই,
চোরের মত নিয়ে নেয় ঠিকই,
গায়ের লাবণ্য এবং আভা একটু করে প্রতিদিনই।
আজরাইলের মত নিষ্ঠুর বড় সময়,
একদা ছিল যে চামড়া মাখনের ন্যায়,
তা গাছের বাকলের মত কুঁচকে দেয়,
চোখের দৃষ্টি হয়ে আসে শুন্য প্রায় ।
কেউ সম্মান দেয় বৃদ্ধদের, কেউ দেয় না,
একটু স্নেহ, একটু ভালোবাসা কি তারা আশা করতে পারেন না?