তোমাকে ভেবে ভেবে,
দিন কাটে ঝড়ের পরের সমুদ্রের মত,
একান্ত নীরবে,
মনের জানালায় এসে জমে হীরার মত স্মৃতি যত।
একাকীত্ব হয় রাবণের মত পরাস্ত,
তোমার চাঁদমুখ ভাসে যখন,
মনের পর্দা জুড়ে সমস্ত,
আমি আনমনে হাসি, মাঝেমাঝে কাঁদিও তখন।
তুমি কি আকাশের ঐ চাঁদের মত অধরাই থেকে যাবে?
বউ মরা স্বামীর মত গালে হাত দিয়ে ভাবি কবে মোর হবে!