নদীর খুব তাড়া ছিল হয়তোবা,
ঝড়ো হাওয়ার মত বেশ দ্রুতই বইছিল,
আমি তোমার হাতে রেখে হাত,
নদীর পারেই কাটাতে চেয়েছিলাম পুরো দিবা।
তুমি অপলক রইলে তাকিয়ে,
সদ্য যৌবনপ্রাপ্তা মেয়ের মতন,
ছুটে চলা নদীর বুকে,
আমার কাঁধে তোমার মাথা ছিল দেয়া এলিয়ে।
সময় যেন এক হিটলার, শোনে না কারো বারণ,
ফিরলাম মোরা সূর্য আকাশ থেকে গেলো দিগন্তে পড়ে যখন।