বাংলাদেশ আমার বাংলাদেশ,
তুমি আমার মা,
আগলে রাখো আমারে তুমি,
ছেড়ে যাও না,
তুমি আমার মা।
তুমি আছো সবুজ ঘাসে,
পাখির ডাকে, রোদের আঁচে,
ফুলের ঐ সুবাসে তোমায়,
পাই যে আমি সর্বদায়,
ঋণ তোমার শোধ হবে না তাই কর ক্ষমা,
তুমি আমার মা।
নদীর ঢেউয়ে, পাহাড়চূড়ায়,
তোমারই বন্দনা শুনা যায়,
ধানের ক্ষেত দোলে যখন,
নাচে আমার হৃদয় তখন,
তুমি দোয়েল, তুমি ময়না, শালিক আর শ্যামা,
তুমি আমার মা।