হায়রে মানুষ! [Bangla Song]

মানুষের তরে মানুষ,

মানুষে মারে মানুষ,

হুঁশ থেকেও হয় বেহুঁশ,

উড়ায় যখন ঘৃণার ফানুশ,

মানুষ চেনা যে বড় দায়, হায় রে,

মানুষ চেনা যে বড় দায়।

 

 

রাস্তার পাশে মানুষ থাকে পড়ে,

দেখে সবে তামশা দেখে,

জাগেনা আর দয়া মনে,

মানুষ তবে মানুষ হয় কি করে?

মানুষ চেনা যে বড় দায়, হায় রে,

মানুষ চেনা যে বড় দায়।

 

 

দুঃখী মায়ের চোখ আসে ভরে,

নাই চাল, নাই ডাল,

দিশেহারা, বেসামাল,

শিশু বুকে অনাহারে মরে,

মানুষ চেনা যে বড় দায়, হায় রে,

মানুষ চেনা যে বড় দায়।

 

 

View kingofwords's Full Portfolio