তোমার জন্য আনবো পেড়ে রাতের চাঁদ,
যার আলোয় দেখবে তুমি আমায় এই আমার সাধ,
তুমি বললে দিব পাড়ি সাত সমুদ্দুর,
শীতের সকালে হব রোদ্দুর।
তোমার জন্য আমি কন্যা আমার জন্য তুমি,
এ হৃদয় নেচে উঠে তোমায় যখন চুমি,
আমায় ছাড়া তোমার বল বাঁচা কি সম্ভব?
দিয়েছি এ মন তোমায় জানেন খোদা, রব।
চলার পথে হও সাথী, যাব বহুদূর।
তোমার চিন্তায় ঘুম আসে না,
কোনও কাজে মন বসে না,
তাকাই যেথায় দেখি সেথায় তোমার ঐ চাঁদরূপ,
সুন্দরী, গুণবতী রূপে অপরূপ,
পেয়ে তোমায় ধন্য জীবন সত্যি সুমধুর।