আর কত তোমার লাস্যময়ী ঠোটের হাসিতে,
করবে খুন শত হৃদয় তোমার মনের আঙ্গিনাতে?
আর কত পুরুষ হবে তোমার দাস,
পেতে তোমার স্তনের সুবাস?
আর কত হাত পড়লে তোমার মাখনরঙা উরুতে,
হবে তৃপ্ত তুমি, থামবে ক্লান্ত হরিনীর মত শান্তিতে?
আর কত ঘর ভাঙ্গবে তুমি তোমার মায়ায়?
পাহাড়ের মত দাঁড়িয়ে থাকব আজ, চাই উত্তর, বল আমায়।
আর কতকাল লোকে তোমায় বেশ্যা বলবে?
কবে তুমি হবে স্থির চন্দ্রমুখীর মত, বল কবে?