রেল লাইনের বস্তিতে,
থাকে কি ওরা স্বস্তিতে?
বাসা যেন মুরগীর খোঁয়াড়,
বর্ষায় হয় কাকভেজা, শীতে জমে যাবার যোগাড়।
মস্ত বড় ট্রেন ভেঁপু বাজিয়ে চলে,
সাপের মত হেলেদুলে,
বাচ্চা শিশুটি তখন মায়ের কোল ছেড়ে,
ঘরের বাইরে হুমড়ি খেয়ে পড়ে!
জীবন এমনই, নিষ্ঠুর ও অন্ধ,
সব রাস্তা খোলা ধনীদের আর অভাবীদের জন্য বন্ধ।