কোনও একদিন কাশফুলের মত,
হবে সাদা আমার চুল যত,
পড়ন্ত বিকেলের মত হবে ক্ষীণ দৃষ্টি আমার,
নতুন ব্লেডের মত চকচক করবেনা গায়ের রং আর ।
হয়তো বৃষ্টিধোয়া সতেজ গোলাপ করবেনা আকৃষ্ট আমায়,
রোগাক্রান্ত পায়রার মত রইবো পড়ে ঘরকুনো বিছানায়,
অহংকার ফুটবে না আর বুকে রক্তজবার মত,
দিন মনে হবে বছরের মত কবরে যাবার আগ পর্যন্ত।
প্রজাপতির মত ওড়ার সাধ কি আর জাগবে মনে তখন?
চুষে খাওয়া আমের মতন শরীর হবে যখন।