কষ্ট বেঁধেছে মোর মনে এক বাসা,
ময়লার ভাগাড়ে জন্মানো পোকাদের মত,
ধীরে ধীরে যাচ্ছে খেয়ে আমার সকল আশা,
ফকির তাড়ানোর মত কষ্টকে দূরে ঠেলার চেষ্টা মোর অবিরত।
মনে পড়ে যিশুর নগ্ন পায়ে ক্রুশ টেনে হেঁটে যাওয়া,
মাথায় গৌরবের মুকুটের বদলে ছিল,
কাঁটার তৈরি বৃত্তাকার কষ্টের ছায়া,
তেজপাতা রঙা মাটি তখন পবিত্র রক্তে রক্তাক্ত হল।
সোনা কি হয় না খাঁটি আগুনে পুড়ে?
বাঁশ কি হয়না বাঁশি গায়ে ছিদ্রের কষ্ট সহ্য করে?