একদা বিধবাদের হত যেতে সহমরণে,
স্বামীর লাশের সাথে পুড়ে ক্ষুদার্ত আগুনে,
কেউ চাইত না পড়তে তাদের মনের কিংবা চোখের ভাষা,
সোনালি রঙা আগুনে হত বিলীন সকল সপ্ন আশা।
তাদের আর্তচিৎকারে বাতাস উঠত কেঁপে পাতার মত,
হিংস্র হাঙ্গরের মত আগুন পেত যত,
মাংসের স্বাদ চাইত আরও বেশি,
ঢাক ঢোলের পদতলে কান্না হত পিষ্ট দিবানিশি।
এ রীতি ছিল নাকি পরপারে স্বামীর সেবার তরে,
ছিলেন দাসী এ ধরায় এবং হতেন আবার তাই মৃত্যুর পরে।