তুমি রেগে যাও যখন

তুমি যাও রেগে যখন,


তোমার গাল দুটো হয় লাল রক্তজবার মতন,


চোখ দিয়ে যেন আগুন দেয় উঁকি,


আমি নির্বাক শিশুর মত তাকিয়ে দেখি।


 

তোমার রাগ তোমার সৌন্দর্য বাড়ায়,


গোলাপের মত লাল ঠোট আরও লাল হয়,


কোকিল কণ্ঠ হয় তখন কাকের ডাক কর্কশ,


আমি যেন অধীন তোমার, তুমি আমার বস।


 

তোমার রাগ কি উপহার এক না অভিশাপ কোনও?


জানিনা এখন তা, মনে হয়না পারব জানতে কখনো।    

View kingofwords's Full Portfolio
tags: