স্বপ্ন দেখি একদিন হব মস্ত বড় কবি,
যাই যেখানেই চাইবে অটোগ্রাফ, তুলবে মোর ছবি,
যেন আকাশ হতে নেমে আসা তারা এক,
ফুলের মত ফুটবে হাসি ঠোটে বলবে যখন লোকে, “কবিকে দেখ!”
পাই যদি সম্মান পাঠকদের,
পড়বে গড়িয়ে জল কৃতজ্ঞতায় মোর চোখের,
যদি কেউ পায় কষ্ট আমার সৃষ্টিতে,
ভিখারীর মত চাইব ক্ষমা মনের গহীন হতে।
শতবর্ষব্যাপী বেঁচে থাকা অলস বটবৃক্ষের মত নয়,
মৃত্যুর পরেও আমি নিতে চাই শ্বাস আমার কবিতায়।