ক্লান্ত বিকেলে বিছানায় গা এলিয়ে দিয়ে,
শিশুর কৌতূহলী চোখের মত দৃষ্টি জানালার বাইরে নিয়ে,
পেলাম দেখতে কামোদ্দীপ্তা যুবতীর গায়ের রঙের মত,
শুভ্র এক মেঘের পাহাড় গাছের উপর দাঁড়িয়ে উদ্ধত।
জানিনা আমি দেখছিলাম মেঘটাকে,
নাকি মেঘটা আমাকে!
পরক্ষণেই ভাবলাম আমি বুদ্ধিজীবীর মত করে,
উদার আকাশে ঐ হবেনা মেঘের ঠাই চিরতরে।
তবুও নৃত্যরত ঘুড়ীর মত মেঘ কি আকাশের অলংকার নয়?
পাখি, বৃষ্টি, ও রংধনুও তো তার সৌন্দর্য বাড়ায়।