এইখানে একটা পেয়ারা গাছ ছিল

 এইখানে একটা পেয়ারা গাছ ছিল,

 

শীতকালে নানী উঠোনে বসে সাদরে করতেন গ্রহণ,

 

আগুনের মত সূর্যের উত্তাপ,

 

বোকা এবং ক্লান্ত দেয়ালটায় এই বুঝি দুষ্টু কাক এসে বসল।


 

 মুরগীর খোয়ার আছে অলস পড়ে,

 

কিন্তু নেই কোন মুরগী তাতে,

 

মনে পড়ে নানীর শাসানো,

 

পালাতাম যখন ডিম চুরি করে।


 

নারিকেল গাছটা যুদ্ধজয়ী বীরের মতই ঠায় দাঁড়িয়ে,

 

কিন্তু সময় হয় জয়ী ঠিকই সবকিছুকে হারিয়ে।  

 

View kingofwords's Full Portfolio