কিসের এত ভয় তোমার?
আমিতো আছি তব পাশে,
নাম ধরে ডেকে দেখই না একবার?
বৈশাখী ঝড়ের বেগে আসব তোমার কাছে!
ভয়ের খোলস ছেড়ে বাইরে এসো,
মুরগীর বাচ্চা যেমন ডিম থেকে আসে আলোয়,
আনন্দের বীজ বুনো মনে, প্রাণ খুলে হাসো,
উঠে বসো আত্মবিশ্বাসের ডানায়।
ভয়কে রক্তচক্ষু দেখিয়ে কর জয়,
দেখবে তোমার পাণে এ ধরা কেমনে অবাক তাকিয়ে রয়!