হে নারী

হে নারী, তোমায় সালাম,


নব জীবনের উৎস তুমি, তোমায় প্রণাম,


মেয়ে, বউ, মা হয়ে জীবন যায় মহাকালের দিকে,


বিসর্জনের আরেক নাম তুমি, দিচ্ছ সদা বিলিয়ে নিজেকে।


 

কামের আধার তুমি স্বামীর তরে,


সন্তানকে দাও পুষ্ট স্তনের বোটা মুখে পুরে,


প্রকৃতির অলিখিত সংবিধানের নিয়মে,


তবুও তোমার মর্যাদা কভু নাহি কমে।  


 

তুমি আছো তাই জীবন হাসে উল্লাসে,


সভ্যতা যায় এগিয়ে, চায় উড়তে ঐ অলস আকাশে। 

View kingofwords's Full Portfolio