কি সুন্দর তুমি! যেন এক স্নিগ্ধ সকাল,
শুভ্র মেঘের মত দু গাল,
লাল ঠোঁট দুটো গোলাপের দুই পাপড়ির বিছানা,
চুলে বহমান সদা আঁধার কালো ঝরনা।
শাড়িতে ঢাকা তোমার রহস্যময় বুক,
মাখনরঙা পেট মাঝে মাঝে দেখায় ঝলক,
যেন মেঘে ঢাকা সূর্য মেঘের ফাঁকে ছড়ায় আলো,
অক্ষি কোটরে তোমার আছে দুই হীরা বসানো কালো।
ঢেউ খেলানো শরীর যেন এক বেয়ে ওঠা কচি লতা,
উত্তর দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিমে চলে তোমার নিতম্বের কথকতা।