তুমি আসবে যদি জানতাম আগে,
একটা লাল গোলাপ এনে রাখতাম জলভর্তি মগে,
তারপর আমার দুই হাঁটু দিয়ে মাটিকে দিতাম চাপ,
আর তোমায় এগিয়ে দিতাম সেই লাল গোলাপ।
তুমিও গোলাপ এক, ছড়াও সুবাস সব জায়গায়,
গোলাপের হাতেইতো গোলাপ শোভা পায়,
তুমি আসবে জানলে আমার নীল পাঞ্জাবিটা,
রাখতাম ইস্ত্রি করে তুমি দিয়েছিলে ভালোবাসা দিবসে যেটা।
তুমি আসবে যদি আগে জানতাম,
তোমার অপেক্ষায় ছাদে ঠায় দাঁড়িয়ে থাকতাম।