ভিক্ষুক ও তার থালা

 ভিক্ষাই তাকে বাঁচায়,

 

 অক্সিজেনের ন্যায়,

 

 থালাটাই তার স্বপ্নপুরী,

 

হলে পূর্ণ খুশী মনে যায় বাড়ি।

 

 

রোদবৃষ্টির সাথে চলে যুদ্ধ অবিরাম,

 

পায় না কভু ঘামের সঠিক দাম,

 

জীবন কি আর তার ঘড়ি থামায়,


দৈনিক তাকে থালা হাতে পথে নামায়।

 

 

 আল্লাহ আল্লাহ চিৎকারে গলা শুকায়,

 

সরবে হতাশার কালো ছায়া এই ক্ষীণ আশায়।

 

 

View kingofwords's Full Portfolio