চলো পালাই

 চলো পালিয়ে গিয়ে এক হই চিরতরে,

 

 বলেছিল যেমন রাজীব মহামায়ারে,


  সাহসকে নিজের ছায়া বানাও,

 

ওদের রক্তচক্ষুকে কনুই মেরে সামনে যাও


 

  মনের ভাষা জানেনা পড়তে ওরা,

 

হবে কভু হাওয়ার পরিবর্তন, অর্বাচীন এ আশা করা!


   সভ্যতা তাদের ঘরের দুয়ারে দাঁড়িয়ে,

  

দেখেও দেখে না তারা, যায় এড়িয়ে।


 

আমার ভালোবাসার কসম, আগত খুশীর দোহাই,

 

তোমার আস্থাকে দাও ঠাই মোর ভালোবাসার কোলে, চলো পালাই!

 

 

 

Author's Notes/Comments: 

দ্বিতীয় লাইনে রাজীব এবং মহামায়া রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প মহামায়া-র দুটি প্রধান চরিত্র।

View kingofwords's Full Portfolio