স্বাধীনতা, ১৯৭১ তোমায় স্পর্শ করেছিল প্রথম,
এরপর ধীরে ধীরে কুয়াশার মত যেন,
ভেসে গেলে কখন, মন কাঁদে আজ
ভেবে তাদের কথা, দিল যারা তোমার তরে জনম।
স্বাধীন দেশ মোদের,
কিন্তু চিন্তাকে ভারী শৃঙ্খলে বেঁধে,
উড়তে বলে ওরা!
স্বপ্নের দুয়ারে দেয় তালা যারা, কি বলে ডাকি তাদের?
জানিনা সেদিন আসবে কবে, আদৌ আসবে কিনা?
সত্যিকারের গনতন্ত্রে চড়বে দেশ, কোনও ভেদাভেদ থাকবে না।