তুমি বারান্দায় এলে অবশেষে

পূবালী হাওয়া কানে কানে কি যেন বলতে চাইল,


দেইনি পাত্তা কোনও,


তোমার বারান্দার ঠিক নিচে,


শুকনো পাতার মর্মরে।


 

তোমার বারান্দায় আসা আর না আসায় যেন,


আমার মনের আনন্দ জড়ানো,


পেয়ে তোমার দেখা,


হবে যে পবিত্র মোর চোখ জোড়া।


 

তুমি এলে অবশেষে বারান্দায়,


স্থির আমি আর চারপাশ, যেমনটা সিনেমায় হয়!   

View kingofwords's Full Portfolio