ঐ যে নতুন বউ কলশী কাঁখে যায়,
শখের লাল আলতা জড়ানো পায়,
যেন গোধূলি পথ ভুলে লুটিয়ে পড়েছে পায়ে তার,
বোবা জল যেন মজনুর মত অপেক্ষায় রয় একপলক দেখার।
শুভ্র মেঘ যেন যায় থমকে,
মাতাল হাওয়া যায় যখন ছুঁয়ে নববধূকে,
গাছের পাতা যেন হিংসায় আগুনের মত জ্বলে,
রাগে উঠে কেঁপে সকলে।
ফিরতি পথে দুষ্টু বাতাস ঘোমটা সরিয়ে হাসে,
সূর্যের মত এ মানবীয় চাঁদও তখন ছড়ায় আলো চারপাশে।