গোপনে ভালোবেসে যাই তোমায়,
তাজা সকালে, ক্রোধান্বিত দুপুরে, কিংবা ঝিমিয়ে পড়া সন্ধ্যায়,
হয়তো খেয়াল করেছ কভু, হয়তো বা না,
তোমায় একপলক দেখার আমার বাসনা।
জানিনা এ গোপন প্রেমের শেষ কোথায়?
থাকি গাছের মত দাঁড়িয়ে তোমার অপেক্ষায়,
কবির মত গালে দিয়ে হাত একান্তে ভাবি,
পারব কি বলতে মুখফুটে কভু ‘আমি তোমায় ভালোবাসি’?
নেই ক্ষতি তাতে, নাই বা পেলাম তোমায় চিরতরে,
তোমার ঐ ফুলের হাসি সদা করবে হাঁটাহাঁটি মোর মনের ঘরে।