মনে পড়ে সেই ছেলেবেলার কথা,
সবাই মিলে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া,
সন্ধ্যাবেলা উঠোনে ছড়িয়ে নকশিকাঁথা,
কুপির আলোতে জম্পেশ আড্ডা দেয়া।
সকাল যেত যাযাবরের মত ঘুরে,
দুপুরবেলা পুকুরের শীতল জলে,
দিতাম লাফ গাছের ডাল থেকে ঝুপ করে,
থমকে যাওয়া সময় চলত আবার মায়ের কানমলা খেলে!
মেলায় যাওয়া, সন্দেশ আর খেলনা গাড়ি কিনে বাড়ি ফেরা,
পাখি ধরার লোভে সুদূরে হাঁটা, এমন সুখেই ছিল মোর ছেলেবেলা ঘেরা।