থালায় মাছগুলো যেন ঘুমন্ত,
ঘুমের রাজ্যে দোল খাওয়া শিশুর মত শান্ত,
রুপালী আভায় সমস্ত গা মাখামাখি,
দিনের আলোয় চাঁদ যেন মেলেছে আঁখি।
চোখ নিলাম সরিয়ে একবার,
কেন জানি তাকালাম আবার,
মাছগুলো যেন আমায় ডাকছিল,
হয়তো বলছিল “ঠকবে না তুমি, কিনে ফেলো”!
ছোট মাছের ঝোলে কাঁচা মরিচের ছড়াছড়ি,
অমৃতের স্বাদ তার, ইচ্ছেমত গলধকরন করি।