মাছ পেয়েছে অমরত্বের স্বাদ, সহজে পচেনা আর,
বলে ওরা ‘মার ফরমালিন মার’,
মাছিরাও ভেড়ে না ধারে কাছে,
তাদেরও যে মৃত্যুর ভয় আছে!
ফলমূল, শাকসবজি আর হয়না কালো,
বেচে যারা বলে ‘নেন, ভালো সবই ভালো’,
করছে ওরা খুন নীরবে,
ফস্টাসের মত আত্মাকে শয়তানের কাছে বেচে মাতে অতি লোভে।
হায়! বিষ নিয়ে করে কারবার, নেই আল্লাহর ভয়,
পশুর চেয়েও অধম ওরা, কে ওদের মানুষ কয়?