তোমায় ভুলি কি করে?
দোয়েল যেথা দেয় ডাক মিষ্টি করে,
জানালার পাশের পেয়ারা গাছের ডালে বসে,
তক্ষুনি তোমার সুন্দর মুখশ্রী আমার নয়নে ভাসে।
লাল গোলাপ দেখলেই দৃষ্টি ফিরিয়ে নেই,
রাঙা যে তা তোমার লাল ঠোঁটে ঐ,
বৃষ্টি আর ঐ অলস আকাশ যেন ষড়যন্ত্রে মেতেছে আজ,
তোমায় ভুলতে না দেয়াই যেন তাদের একমাত্র কাজ।
জোছনার প্রবল বন্যায় যাইনা ছাদে আর,
লিখিনা কাব্য আর প্রেমের, ভালোবাসার।