নীল তোমার প্রিয় রং,
জানি আমি, জানে ঐ নীলপদ্ম,
যে রঙে লেপটানো ঐ আকাশ উড়ন্ত,
জড়িয়ে নীলরঙা শাড়ি মাতে উল্লাসে সমুদ্র স্বয়ং।
নীলের অন্তরে কষ্ট করে বসবাস,
নীল যে কষ্টেরই আরেক নাম,
তোমার মনের গহীনে যদি উঁকি দিতে পারতাম,
হয়তো দেখতাম কষ্টেরা করছে চাষ!
মোর প্রেমের বন্যায় দেব ভাসিয়ে সব নীল কষ্ট তোমার,
যদি একবার চোখে চোখ রেখে বল তুমি আমার।