হায়রে মানবতা!

মানবতা নাকি যাযাবরের মত করে বাস সবখানে,


সাক্ষাত তার মিলল না কোনওখানে,


দূরবীনের মত শুষ্ক দু চোখ যায় যেথায়,


শুধু কষ্ট আর কান্নার রাজত্বই দেখতে পায়।


 

মানুষ আজ হয়েছে পশু,


মেলেনা দেখা কারো মনের নিস্পাপ শিশু,


অন্যায় আর লোভ লালসার মায়াজালে,


বুঁদ হয়ে আছে মাতালের মত প্রায় সকলে।


 

কাঙ্গালের মত অপেক্ষায় রই মোরা ক্লান্ত চোখ মেলে,


আশার দুয়ারে কভু আলোর নাচন দেখব বলে।

View kingofwords's Full Portfolio