আহত আত্মা

আছে সহ্যের সীমা ভাষাহীন পশুটার,


বাতাসকে বিরক্ত করে দেয় গর্জন,


কভু করে নোরাম কোনাবসে ক্রন্দন,


হয়তোবা পশুর চেয়েও অধম আমি, না পারি কাঁদতে, না পারি দিতে হুকার


 

কিন্তু জেনে রেখো তুমি হে মোর প্রাণপ্রিয় ময়না,


সাক্ষি থাকল সাদা আলো, অজস্র আধফোটা ফুল, আর নম্র হাওয়া,


আমার একটা আত্মা আছে যেথা সব নী কষ্ট জমা নেওয়া,


কাঁদতে সে জানে, সে কান্নার কোনও রং হয় না!


 

তোমার ওই মোমের হাতে যদি আমার আত্মাকে তুলে দেয়া যেত,

 

দেখতে পরাজিত সিংহের মত ছেঁড়াখোঁড়া, অজস্র নির্মম আঘাতে ক্ষতবিক্ষত

View kingofwords's Full Portfolio