এপিটাফ

মাতৃগর্ভে নিলাম জন্ম একবার,


পেলাম আবার জন্মের স্বাদ,


এ ধরণী মাতার স্বর্গীয় আলো মেখে গায়ে,


মানব শরীরে ছিল প্রথম ঘর মোর, মাটি দেবে বাড়ী চিরতরে শোবার।


 

কি ছিল ধর্ম মোর জন্মের আগে, কিবা ছিল নাম?


কপালে কি পরিচয় ছিল লেখা?


কিংবা জাতপাত?


যখন এ মাটির দেহ টেনে বেড়াতাম?   


 

মাটির দেহ মাটিই খেলো পুরোটাই, দেয়নি ছাড়, করেনি একটুও মাফ,


চেনেনি মোরে যারা চিনবে হয়তো তারা পড়বে যখন আমার বোবা এপিটাফ!

View kingofwords's Full Portfolio