নূপুর পায়ে বর্ষা এলো

রিনিঝিনি নূপুর পায়ে,


বর্ষা এলো অবশেষে,


কাঁদায় কাউকে, কেউ বা হাসে আনমনে,


প্রকৃতি নাচে উল্লাসে শীতল পরশ লাগে যখন গায়ে।


 

বৃষ্টির কণা জাদু ছড়ায় যেন,


মনের হাজারো বন্ধ দরজা যায় খুলে,


অতীত এসে দাঁড়ায় সামনে,


করে বর্তমানকে আচ্ছন্ন।


 

বর্ষায় আনন্দকে পকেটে পুরে বাচ্চারা, কেউ বা করে মুঠোবন্দী,


প্রেমে যারা খায় হাবুডুবু করে তারা রিক্সায় ঘুরার ফন্দি!

View kingofwords's Full Portfolio