সৃষ্টির সেরা জীব তুমি, করোনা অপচয় এ বন্ধু মোর,
হও পিপীলিকার মত সঞ্চয়ী,
কে জানে আছে কি কপালে আজকের পর?
আঁধারে দেখাবে আলো সঞ্চয় তোমার, হবে জয়ী।
শয়তান ওরা উড়ায় অর্থ যারা অর্থহীনভাবে,
তবুও পাষাণ হৃদয়ে ওঠেনা জেগে দয়া,
মানবতা কাঁদে রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, নীরবে,
একলা যাযাবর পথিকের মত ওপাড়ে যাবার কালে কিছু কি যাবে নেয়া?
অপচয় অভিশাপ এক, করে সদা অনিষ্ট সাধন,
প্রকৃতির মত দেবো মানবতার তরে বিলিয়ে সবি, এসো করি পণ।