আমি পারি না থাকতে এক মুহূর্তও,
তুমি হীনা,
যদিও প্রানের কলরব জাগে সর্বময় উন্মত্ত ঢেউয়ের মত,
প্রাণ আমার থাকে না আমাতে, পাই না আনন্দের ঠিকানা।
রাতের ছায়া হয় ঘন যত,
আমার অবুঝ মন,
হয়ে যায় খাঁচার পাখীর মত,
চায় যেতে উড়ে কাছে তোমার যখন তখন।
যখন আলোর কাঁথা বিছায় চাঁদ আমার ঘরের আঙ্গিনায়,
আর বৃষ্টি গায় গান, তখন খুঁজি তোমায় পাগলের মত আমার কল্পনায়!