হয়তোবা বৃষ্টি শুনেছিলো আড়িপেতে মোদের মনের কথা,
তাইতো তোমায় দেখার মুহূর্ত কয়েক আগে,
এলো নেমে অনন্ত আকাশ হতে, দিলো ছড়ায়ে শুদ্ধতার স্নিগ্ধ পরশ,
মনের আঙ্গিনায় করলো প্রবেশ রোম্যান্টিকতা।
জানিনা কি নাম মোদের এ বন্ধনের, ভালোবাসা?
হয়তো বন্ধুত্ব, হয়তোবা নিখাদ প্রেম এটা, জানিনা!
ভালো আমায় বাস তুমি, এটুকু অন্তত বুঝি আমি,
চাও যতই লুকাতে, ঠিকই পারি পড়তে তোমার নয়নের ভাষা।
মায়ার দুনিয়ায় জড়াই মায়ার জালে অবিরাম,
বেসেছিলাম ভালো মন থেকে একবার, আবারো নাহয় বাসলাম!