গাইনা আর গান তোমায় ছাড়া

গেছো চলে অনেক দূরে,


যায় যেমন ঐ তরী পাড় ছেড়ে,


তবু তা ভিড়ায় পাড়ে কোনও কালে,


সম্ভব কি ফেরা, গেলে মনের আড়ালে?


 

গান আমাকে দিয়েছে ছুটি চিরন্তন,


নাকি দিয়েছি আমি তারে, জানেনা এ অস্থির মন,


কিভাবে গাইব আর বল? পাখীর মত,


উড়িয়ে নেয় মোরে সোনালী দিনে, কথা ও সুর শত শত।


 

গাইলে গান বাড়ে কষ্ট জানি, হয়তো কমে,


বুঝবে সেদিন ঠিকই, সূর্যের মত দেবনা যেদিন উঁকি এ নশ্বর ধরাধামে।

View kingofwords's Full Portfolio