কৃষক

বলদের মত খাটে ওরা,


দিন আনে দিন খায়,


চোখের পলকে সকাল, সন্ধ্যা, রাত্রি যায়,


করে যুদ্ধ হোক যত ঝড়, বৃষ্টি, বন্যা, কিংবা খরা


 

পরম মমতার প্রতিদান দেয় ঠিকই প্রকৃতি,


কি মূল্য পায় ওরা এত কষ্টের পরে?


যে সোনা ছড়ায় আলো মাটি ভেদ করে,


হাসে ফসল তাদের ঘামেই, আসে স্বর্গীয় স্বস্তি!


 

মাটির সাথে বলল না যে কথা কভু, সেই হয় মাটির মালিক!

 

হায় ঈশ্বর! অদ্ভুত এ ধরা তোমার, লৌকিক ও অলৌকিক। 

View kingofwords's Full Portfolio