ওহে নওজোয়ান, ওড়াও তোমার স্বপ্ন নিশান,
সহস্রমুঠো সাহস নিয়ে বুকে,
যাও বিদ্যুৎবেগে উড়ে আসা পাতার মত, হও আগুয়ান,
জেনে রাখো সবে, শয়তান ধোঁয়ার মত মিলাবে নরকে।
জাহাজের যেমন আছে কম্পাস,
একবুক সাহস ছাড়া কি আছে তোমার,
যাও মনের ধারালো তরবারি নাচিয়ে, উঠিয়ে ঠগদের নাভিশ্বাস,
ঝাঁপিয়ে পড় মৃত্যুভয় তুচ্ছ করে, কর আদায় যা কিছু তোমার।
মনে রেখ সদা, তুমিই বীর, নয় তোমার ঐ কালো ছায়া,
ভীমের মত আকাশ বাতাস চিড়ে এগোও, পিছু ফেলে সব নশ্বর মায়া।