তারাদের মিছিলে

অলস তারারা মিছিলে মাতে,


পৃথিবী যবে যায় ঢেকে কালো ছায়ার চাঁদরে, প্রতি রাতে,


যখন রবি তার আলোকছটা ছড়ায় ওপারে,


একাকী শুভ্র মেঘের সাথে প্রেম করে

 


ধূমকেতুর মত হিংস্র নয় তারারা,


নয় উল্কার মত দিশেহারা,


যদিও ধরণীর মত বোবা সহসা,


অনিন্দ্য হাসি গহনা ওদের, ওদের ভাষা


 

আলোর পথের যাত্রীর মত পথপ্রদর্শক তুমি, অনন্য চাঁদ,

 

গুনগানে তোমার মশগুল সবে, কেউ যায় না বাদ

View kingofwords's Full Portfolio