মায়া

কি মায়ায় বাঁধলে ওগো মোরে?


যেথায় থাকি, যাই যত দূরে,


 ভোরের প্রথম আলোর মত ফিরে আসি তব দ্বারে,


পথহারা পাখি যেমন ফিরে তার নীড়ে।


 

হয়তো এরই নাম ভালোবাসা,


কিংবা যাকে ওরা 'প্রেম' নামে ডাকে,


কেউ বা বলে কর্কটের মত রোগ এক ভয়ংকর,


পারে জ্বালাতে শুধু, আশার নামে নিষ্ঠুর ধোঁয়াশা!


 

ভালোবাসা তোমার ভাসায় মোর জীবনের ভেলা,


কে জানে- এ আশীর্বাদ কোনও, নাকি অদৃষ্টের নিষ্ঠুর খেলা?    

View kingofwords's Full Portfolio