আকাশের সাথে করে রাগ,
মাটির টানে, চোখের জলের মত এলো নেমে বৃষ্টি,
গেল ছুঁয়ে সব, যা কিছু জড় কিংবা জীব,
জীবন যেন পেল তার ঠিকানা, মেলল নব দৃষ্টি!
বৃষ্টির ফোঁটা ঐ নাচে ধেই ধেই,
গড়ায় উল্লাসে বাতাসের জাদুময় টানে,
ধরণী তুলে খনস্থায়ী প্রশান্তির ঢেঁকুর,
তৈরি হয় বাস্পকে দিতে বিদায়, যা ফিরে মানব কল্যাণে।
কাঁদি অভুক্ত বাচ্চার মত, উদার আকাশ কাঁদে যখন,
মনের গহীন দুয়ারে যেন থাকেনা কোনও তালা তখন।