ঘৃনিত ময়লার মত ছুঁড়ে ফেলে সব ভয়,
আত্মাকে দিয়ে সাহসী ডানা,
জেগে ওঠো অগ্নুৎপাতের মত,
হও এভারেস্টের মত বলিষ্ঠ, হও হিমালয়!
বীর কি কভু ডরে পরাজয়ে?
ভেঙ্গে বিলজিবাবের কাল থাবা,
দুমড়ে মুচড়ে দিয়ে তার কাঁচসম অহমিকা,
যাও আলোর পথে, যাও এগিয়ে।
যদি মানুষ হয়ে থাকো, যদি থাকে মেরুদণ্ড,
তবে রুখে দাও তাদের, করে যারা সব ভালো কাজ পণ্ড।